১ কোটি শিক্ষার্থী, ২০ লাখ প্রশ্নভান্ডার স্যাট অ্যাকাডেমির

আপডেট: মে ২৪, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী থেকে পরিচালিত স্যাট অ্যাকাডেমির রয়েছে ২০ লাখ প্রশ্নভান্ডার, ১০ হাজার মডেল টেস্ট, ১ লাখ অ্যাকাডেমিক কনটেন্ট, ই-কোয়েশ্চন বিল্ডার আই এক্সাম জেনারেটর অ্যান্ড্রয়েড এবং ওয়েব ভার্সন। ওয়েবসাইট ভিত্তিক এই স্যাট অ্যাকাডেমি এখন সারাদেশে পরিচিতি।

‘শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্যমুক্ত’-এই অঙ্গীকারকে সামনে রেখে শনিবার (২৪ মে) রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। কনফারেন্সে বলা হয় স্যাট অ্যাকাডেমির এক দশকের দীর্ঘ সংগ্রাম, স্বপ্ন ও সৃষ্টির গল্প।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্যাট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা এম.এ রহমান আজিজ। তিনি বলেন, আমার ১৪ বছরের আয়, মেধা, আরাম-আয়েশ সবকিছুই বিনিয়োগ করেছি স্যাট অ্যাকাডেমিতে। শুধুমাত্র এই একটি স্বপ্ন বাস্তবায়নের জন্য-‘শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্যমুক্ত।’”

তিনি আরও বলেন, স্যাট এখন আর কেবল একটি অ্যাপ নয়-এটি একটি আত্মা, একটি চলমান বিপ্লব। ইতোমধ্যে ১০ মিলিয়নের বেশি শিক্ষার্থীকে আমরা স্পর্শ করেছি। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশের ৬৪টি জেলায় অফলাইন সাপোর্ট সেন্টার স্থাপন করা।

২০১৫ সালে যাত্রা শুরু করা স্যাট অ্যাকাডেমি একটি অল-ইন-ওয়ান অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে অ্যাকাডেমিক পড়াশোনা, ভর্তি প্রস্তুতি, চাকরির প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়ন-সবকিছুই একত্রে পাওয়া যায়।
এম.এ রহমান আজিজ বলেন, স্যাট অ্যাকাডেমির পেছনে শুধুই মেধা নয়, বিনিয়োগ করা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। সমাজের নানা অপবাদ, এমনকি ফ্রি কোচিংয়ের নামে জঙ্গি প্রশিক্ষক বলেও তিরস্কৃত হতে হয়েছে। একসময় চাঁদপুর রাতারাতি ছেড়ে আসতে হয়েছে।

২০৩০ সালের মধ্যে দেশের প্রতিটি জেলায় অফলাইন সাপোর্ট হাব করা হবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ক্যারিয়ার রোডম্যাপ; গ্রামীণ শিক্ষার্থীদের জন্য অফলাইন টেস্ট সেন্টার; প্রযুক্তির মাধ্যমে নেতৃত্বদানে সক্ষম নতুন প্রজন্ম গড়ে তোলা; রাষ্ট্রের সহযোগিতা পেলে স্যাটের প্রতিটি ফিচার ১০০% ফ্রি করার হবে বলে জানান তিনি।

স্যাটের প্রতিষ্ঠাতা বলেন, স্যাট শুধু একটি ওয়েব কিংবা অ্যাপ নয়, এটি একটি চেতনা। আমরা শুধু শিক্ষাই না-একটি চরিত্র গঠনেও ভূমিকা রাখতে চাই। জাতিকে বলতে চাই-টাকার পেছনে নয়, জ্ঞানের পেছনে দৌড়াও, সারা দুনিয়া তোমার পেছনে দৌড়াবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-জুনিয়র স্যাটিয়ান রেজওয়ান সিদ্দিক তামিম, ম্যানেজার নাজ্জার হোসেন রাজু, শিক্ষক মারুফ হোসেন, কনটেন্ট টিম লিডার ইফতেকার রহমান ধ্রুব এবং শিক্ষক ও ট্রেইনার মেহেরুন্নেসা মিম।

এ বিভাগের অন্যান্য সংবাদ