১ জানুয়ারি থেকে প্রত্যেক রোহিঙ্গা ১০ ডলারের রেশন পাবেন

আপডেট: জানুয়ারি ১, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


২০২৪ সালের ১ জানুয়ারি থেকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) রোহিঙ্গাদের মাসিক খাদ্য রেশন জনপ্রতি ৮ ডলার থেকে বাড়িয়ে ১০ মার্কিন ডলার করান সিনদ্ধান্তি নিয়েছে। পর্যায়ক্রমে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশে প্রস্তুত পুষ্টিচাল সরবরাহও শুরু করবে।

রোববার (৩১ ডিসেম্বর) ডব্লিউএফপির বাংলাদেশ অফিস থেকে এ তথ্য জানানো হয়।
ডব্লিউএফপি বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ডম স্কালপেলি জানান, ২০২৩ সাল ছিল বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য একটি উত্তাল বছর। যারা অগ্নিকাণ্ডের প্রাদুর্ভাব, ঘূর্ণিঝড় এবং প্রথমবারের মতো কম রেশনের মধ্য দিয়ে গেছে।

ক্যাম্পগুলোতে খাদ্য ও পুষ্টি পরিস্থিতির দ্রুত অবনতি খুবই উদ্বেগজনক। এসবের মধ্যে দাতারা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। তাদের মহানুভবতার কারণেই রেশম বৃদ্ধি করা গেছে এবং ডব্লিউএফপির খাদ্য সহায়তায় বাংলাদেশে তৈরি পুষ্টিচাল যোগ করা সম্ভব্ হয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি

এ বিভাগের অন্যান্য সংবাদ