শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
এবছর আয়কর মেলায় সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাগণকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান, আয়কর সপ্তাহ এবং কর দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী কর ভবনের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহী অঞ্চলের কর কমিশনার দবির উদ্দিন বলেন, দেশের উন্নয়নে রাজস্ব একটি গুরুত্বপূর্ণ খাত। দেশের অবকাঠামো উন্নয়ন বৃদ্ধির জন্য এবার রাজশাহী অঞ্চলে ৫৪০ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১৩০ কোটি টাকা বেশি। এজন্য রাজশাহী অঞ্চল আয়কর বিভাগের অধিক্ষেত্রাধীন জনগণকে উদ্ধুদ্ধ ও সচেতন করার জন্য রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও নাটোর জেলায় আয়কর মেলার আয়োজন করছে।
তিনি বলেন, আগামি ১ নভেম্বর হতে রাজশাহীতে শুরু হবে আয়কর মেলা-২০১৬। সকাল সাড়ে ১০টায় জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন, সাংসদ ফজলে হোসেন বাদশা। মেলায় কর ভবনে করদাতাদের সুবিধা দিতে সোনালী ও জনতা ব্যাংক সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দিবে। এবারের কর মেলা ১ হতে ৭ নভেম্বর পর্যন্ত আয়কর মেলা, ১৭ নভেম্বর সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাগণকে সম্মাননা প্রদান, ২৪ থেকে ৩০ নভেম্বর আয়কর সপ্তাহ এবং ৩০ নভেম্বর কর দিবস।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছর আয়করের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪১০ কোটি টাকা। আদায় হয়েছে ৪১১ কোটি টাকা। শুধুমাত্র বৈদেশিক ঋণ বা সাহায্যের উপর নির্ভর না করে অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে প্রয়োজন মেটানো সম্ভব। এতে বহির্বিশ্বের কাছে আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কর অঞ্চলের উপ করকমিশনার সদর দফতর (প্রশাসন) আব্দুল মালেক এবং উপ করকমিশনার সদর দফতর (প্রায়োগিক) মোশাররফ হোসেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, জনগণের মধ্যে সচেতনতা বাড়লে করের প্রবৃদ্ধি ততোই বাড়বে। আয়কর মেলার উদ্দেশ্য হলো জনগণের মধ্যে করের গুরুত্ব তুলে ধরা। সেবাকে আরো দৃশ্যমান করা। কর বিভাগ ও করদাতাদের মধ্যে আস্থা তৈরি করা। তাই তিনি সকলকে আয়কর প্রদান করে দেশের উন্নয়নের অংশগ্রহণ করার আহ্বান জানান।
এবারের মেলায় করদাতাদের জন্য থাকছে টিএনআই রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশনের সুবিধা, আয়কর রিটার্ন দাখিলের সুবিধা, ব্যাংকে অস্থায়ী বুথে আয়করের টাকা জমাদান/ই-পেমেন্ট সুবিধা, নতুন করদাতাদের ক্ষেত্রে টিআইএন সনদ প্রাপ্তির সুবিধা, রিটার্ন ফরম পূরণ সংক্রান্ত পরামর্শ কেন্দ্র, মহিলা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক পরামর্শ কেন্দ্রে, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্যাদি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত পরামর্শের সুবিধা।