১ বলে ১৩ রান! জিম্বাবোয়ের বিরুদ্ধে নয়া বিশ্বরেকর্ড যশস্বীর

আপডেট: জুলাই ১৪, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


ইনিংসের প্রথম বল। তাতে চার বা ছয় না, গুণে গুণে উঠল ১৩ রান। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচে এই কীর্তি ঘটালেন যশস্বী জয়সওয়াল। তাঁর ব্যাট থেকেই এক বলে এল ১৩ রান। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপজয়ী যশস্বী বেশ ভালো ফর্মে রয়েছেন এই সিরিজে। শনিবারই অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলে ভারতকে সিরিজ জেতান তরুণ তারকা।

জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ইতোমধ্যেই জিতে গিয়েছে ভারত। শনিবারই ১০ উইকেটে সিরিজ পকেটে পুরেছিল মেন ইন ব্লুর তরুণ ব্রিগেড। পরের দিনই নিয়মরক্ষার ম্যাচে খেলতে নেমেছিলেন শুভমান গিলরা। সেই ম্যাচের শুরুতেই যশস্বী ধামাকা। ইনিংসের শুরুতে বল করতে এসেছিলেন সিকান্দার রাজা। প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকান যশস্বী। পরে দেখা যায়, পপিং ক্রিজের বাইরে চলে গিয়েছিল রাজার পা। ফলে আম্পায়ার নো বলের সিদ্ধান্ত নিয়ে ফ্রি হিট ঘোষণা করেন। সেই ফ্রি হিটেও ছক্কা হাঁকান যশস্বী।

জোড়া ছক্কার ১২ রানের সঙ্গে নো বলের ১ রান- ব্যাটিং করতে নেমে প্রথম বলেই একসঙ্গে ১৩ রান যোগ হয় যশস্বীর খাতায়। টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। ইনিংসের প্রথম বলেই ব্যাটার ১৩ রান তুলে ফেলেছেন, এমনটা কোনওদিন ঘটেনি। তবে ওই ওভারের চতুর্থ বলেই যশস্বীকে আউট করে দেন রাজা। একে অপরের দিকে রাগত দৃষ্টিতে তাকাতেও দেখা যায় দুই তারকাকে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version