২০০ বছর পর খোলা হল যীশু খ্রীষ্টের সমাধি

আপডেট: অক্টোবর ৩০, ২০১৬, ১০:১০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক
প্রায় দুই শতক পর খোলা হল হল যীশু খ্রীষ্টের সমাধি। জেরুজালেমের হোলি সেপালকর গির্জার নীচে একটি মার্বেল পাথরের নীচে রাখা ছিল সেটি। সংরক্ষণ ও প্রতœতাত্বিক গবেষণার জন্যই খোলা হয়েছে। খ্রিস্টানদের কাছে জায়গাটি পবিত্র। তাঁদের বিশ্বাস, ক্রুশবিদ্ধ করার পর ওখানেই প্রভু যীশুকে সমাধিস্থ করা হয়েছিল। সমাধিটি দেখতে প্রতিবছর হাজার হাজার পর্যটকরা ভিড় জমান সেখানে৷ তাতে সমাধির ওপরে রাখা মার্বেল পাথরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই মেরামতির কাজ শুরু হয়েছে। সংরক্ষণ ও পুনর্নির্মাণের কাজ চলবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত৷ গির্জার গর্ভগৃহের নীচে রয়েছে সমাধিটি। মার্বেল পাথরটি সরিয়ে কিছু জিনিস হাতে এসেছে। সেগুলি গবেষণার কাজে লাগবে। যিশু খ্রীস্টকে আদৌ ক্রুশবিদ্ধ করা হয়েছিল কি না তা নিয়ে বিতর্কের শেষ নেই৷ তবে সংরক্ষণের কাজ শুরু হওয়ায় নতুন তথ্য সামনে আসবে বলে আশা গবেষকদেরহ। গত দুই শতকে এই প্রথম খোলা হল সমাধিটি। অগ্নিকা-ের জেরে এর আগে ১৮১০ সালে একবার খোলা হয়েছিল।- আজকাল