২০০ শহরে ফার্স্ট ডে ফার্স্ট শো’র আয়োজন ভক্তদের

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৩, ১:৫৮ অপরাহ্ণ

শাহরুখ খান

সোনার ড়েশ ডেস্ক :


আগে কখনও দেখা যায়নি, এমন চমকপ্রদ রূপেই বড় পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ খান। তামিল নির্মাতা অ্যাটলি কুমার যেন তাকে নতুনরূপে আবিষ্কার করলেন। এক সিনেমায় একটি বা দুটি নয়, বেশ কয়েকটি অবতারে দেখা যাবে কিং খানকে। তাই ‘জাওয়ান’ সিনেমা নিয়ে বিশ্বজুড়ে এসআরকে ভক্তদের মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা। যার প্রভাব পড়ছে অগ্রিম টিকিট বিক্রিতে।

রোববার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত ভারতে ‘জাওয়ান’র অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ছাড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার। মুক্তির বাকি আরও তিন দিন। ধারণা করা হচ্ছে, এটি ‘পাঠান’ এমনকি ‘বাহুবলী টু’ সিনেমার অ্যাডভান্স বুকিংয়ের রেকর্ডও ভেঙে দেবে।

এর মধ্যেই আরও একটি চমক জাগানিয়া খবর পাওয়া গেলো। শাহরুখ ভক্তদের বহু সোশ্যাল গ্রুপ রয়েছে। এর মধ্যে একটির নাম ‘এসআরকে ওয়ারিয়র এফসি’। এই গ্রুপের উদ্যোগে ভারতের ২০০ শহরে একযোগে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে প্রায় ৬০ হাজার ভক্ত প্রথম দিনের প্রথম শো উপভোগ করবেন।

শুধু তাই নয়, শাহরুখ ভক্তদের আরেকটি গ্রুপ হলো ‘এসআরকে ইউনিভার্স’। এই গ্রুপের সমন্বয়ে ৮৫ হাজারের বেশি ভক্ত ‘জাওয়ান’ উৎসবে যোগ দিচ্ছেন। বাংলাদেশেও গ্রুপটির সদস্য রয়েছেন। তারাও ছবিটি নিয়ে বিপুল উৎসাহী।
একটি সূত্রের ভাষ্য, ‘শাহরুখ খান একমাত্র হিন্দি তারকা, যার সংগঠিত ফ্যানক্লাব রয়েছে এবং তারা তাদের রাজাকে স্বাগত জানাতে সর্বদা প্রস্তুত। এমন উন্মাদনা আগে কখনও দেখা যায়নি।’

উল্লেখ্য, প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘জাওয়ান’। এটি শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এতে তার নায়িকা দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার খ্যাত নয়নতারা। এছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, প্রিয়ামনি প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়কে।
তথ্যসূত্র: বলিউড হাঙ্গামা, বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ