শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
২০১৬ সালে ৪ হাজার ৩১২টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ হাজার ৫৫ জন। এতে আহত হয়েছেন ১৫ হাজার ৯১৪ জন। বাংলাদেশ সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০১৬’তে এসব তথ্য উঠে এসেছে।
সংগঠনটি বলছে, বেপোরোয়া গাড়ি চালানো, চালকদের বেপোরোয়া মনোভাব, বিপদজনক অভারটেকিং সহ নানাবিধ কারণে এসব দুর্ঘটনা ঘটছে।
বুধবার সকালে জাতীয় প্রসক্লাবে সংবাদ সম্মলনে এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এতে আরও উল্লেখ করা হয়- ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে মোট সড়ক দুর্ঘটনা ৩৪.৪৮ শতাংশ, নিহত ২৯.৯৪ শতাংশ এবং আহত ২৭.১৮ শতাংশ কমেছে।
প্রতিবদনটি প্রকাশ করেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।-বাংলানিউজ