২০২৩ সালে কোন কোন ক্ষেত্রে AI ব্যবহার হতে যাচ্ছে? (১)

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ণ

এ.এস.এম. শাহরিয়ার জাহান, তথ্য-প্রযুক্তিবিদ:


Artificial Intelligence বা AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা চলে এসেছে। এটা এখন বাস্তব, আর সায়েন্স ফিকশনের বিষয় নয়। AI-এর বান্তবতা থেকে ফিরে যাওয়ার আর কোন সুযোগ নেই। ২০২২ সালে আমরা DALL-E এবং ChatGPT-এর মতো AI টুলের উত্থান দেখেছি যা টেক দুনিয়ায় একপ্রকার ঝড় সৃষ্টি করতে সক্ষম হয়েছে। নিশ্চিত করেই বলা যায় এখন থেকে সামনে AI নিয়ে আরও অনেক কিছু লিখতে হবে। কেবল তো এটা শুরু মাত্র।

সামনের দিনগুলোতে AI-কে ঘিরে মানবসভ্যতা নতুন নতুন বিতর্কে জড়িয়ে পড়বে। AI কে নিয়ন্ত্রণ করতে নতুন নতুন আইন আসবে, ন্যায্যতা, নিরাপত্তা এবং মানবাধিকার ব্যপকভাবে আলোচিত হবে, কিন্তু এর বৃদ্ধিকে কেউ আটকাতে পারবে না। মানবসভ্যতা এবার মোটামুটি বাঘের পিঠে সওয়ার হতে যাচ্ছে।

AI এর ক্ষেত্রটি দ্রুত বিকশিত হচ্ছে এবং সর্বদা নতুন উন্নয়ন করা হচ্ছে। যে সম্ভাব্য ক্ষেত্রগুলোতে ২০২৩ সাল নাগাদ AI-এর ব্যবহার বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে সেগুলো হলো –

প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ: গ্রাহক পরিষেবা, অনুবাদ পরিষেবা এবং ভাষা শিক্ষার উন্নতির জন্য এআই সিস্টেমগুলি মানুষের ভাষা প্রক্রিয়া এবং বোঝার জন্য ব্যবহার হবে।

স্বাস্থ্যসেবা: AI মেডিকেল রেকর্ড বিশ্লেষণ করতে, রোগ নির্ণয়ে সহায়তা করতে এবং পারসোনালাইজড চিকিৎসার সুপারিশ প্রদান করতে ব্যবহার হতে পারে। (আগামীকাল শেষ পর্ব)

এ বিভাগের অন্যান্য সংবাদ