২০২৩ সালে মেটা কি টুইটারের বিকল্প চালু করবে?

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ণ

এ.এস.এম. শাহরিয়ার জাহান, তথ্য-প্রযুক্তিবিদ:


এলন মাস্ক টুইটার কেনার পর থেকে প্ল্যাটফর্মটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এর ভবিষ্যত আগের চেয়ে আরও অনিশ্চিত হয়ে পড়েছে। শুধু সাধারণ ব্যবহারকারীরাই নয়, প্রকৃতপক্ষে, অনেক বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্মটির অস্পষ্ট নীতির ভয়ে এবং বিতর্কিত বাকস্বাধীনতার প্রশ্নে টুইটার থেকে সরে আসছে। কর্মীরা রয়েছে যে কোন সময় চাকরি হারানোর ভয়ে।
ব্যবহারকারীদের কেউ কেউ ইতোমধ্যেই টুইটারের বিকল্প হিসাবে Mastodon.social -এর দিকে ঝুঁকছেন। কিন্তু এমতাবস্থায় আরেকটি জায়ান্ট কোম্পানি নিরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যার নাম – মেটা। টুইটারের টালমাটাল অবস্থার কারণে তৈরি শূন্যস্থানটার সুযোগ মেটা তার নিজস্ব টুইটার বিকল্প দ্বারা ২০২৩ সালেই পূরণ করার উদ্যোগ নেবে বলে ধারণা করা হচ্ছে।
টেক ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন রয়েছে যে, মেটা হয় একটি সম্পূর্ণ নতুন অ্যাপ লঞ্চ করতে পারে বা টুইটার-এর মতো বৈশিষ্ট্যগুলিকে সরাসরি Facebook-এ একীভূত করতে পারে। আর মেটা যদি এটা সফলভাবে করতে পারে তবে ধারণা করা যায় Facebook-এর প্রতি এর ব্যবহারকারীর আগ্রহ পুনরুজ্জীবিত হবে এবং নতুন আরও ব্যবহারকারী ও ব্যবসায়িক বিকাশের সুযোগ তৈরি হবে। মেটা এই সুযোগটি কাজে লাগাবে কিনা তা দেখার জন্য নতুন বছরে প্রযুক্তি জগতে কৌতূহল সৃষ্টি হয়েছে।