মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০ টার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত ২১ ঘণ্টার মধ্যে সংঘটিত দুর্ঘটনায় ওই সংখ্যক লোকের মৃত্যু হয়। ঢাকার আশুলিয়ায় দুই বাসের মুখোমুষি সংঘর্ষে ৪ জন, চট্টগ্রামে কাভার্ড ভ্যান চাপায় তিন জন, কুমিল্লায় গাছের সাথে বাসের ধাক্কায় ২ জন এবং রাজধানীর খিলক্ষেত, মানিকগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, কক্সবাজার ও পঞ্চগড়ে একজন করে ৭ জন নিহত হয়েছেন।
আশুলিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪
আশুলিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন দুর্ঘটনা কবলিত ঈগল পরিবহনের চালক স্বদেশ (৩৫), স্কুলছাত্র মজিবর রহমান আব্বাস (১৩), আনন্দ সুপার পরিবহনের চালক মজিবর রহমান (৪০) এবং স্থানীয় পোশাক কারখানার শ্রমিক মরিয়ম (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস মরাগাং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আনন্দ সুপার পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আনন্দ সুপার পরিবহনের চালক মজিবর রহমান মারা যান।
চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় ৩ বন্ধু নিহত
চট্টগ্রামের সীতাকু- উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় তিন বন্ধু নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বানুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. রাকিব উদ্দিন (২৫), নয়ন (২৮) ও মোহাম্মদ জাবেদ (৩০)। নিহতরা সীতাকু- উপজেলার ফকিরহাট এলাকার বাসিন্দা এবং পরস্পর বন্ধু।
সীতাকু-ের বার আউলিয়া থানার অফিসার ইনচার্জ মো. সালেহ আহাম্মদ বলেন, তিন বন্ধু মোটরসাইকেলে ভাটিয়ারি থেকে সীতাকু-ের দিকে যাচ্ছিলেন। বানুবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পর একজন মারা যান।
গাছে বাসের ধাক্কা, কুমিল্লায় চালকসহ নিহত ২
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ যাত্রী।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনের সামনে বুধরার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতদের নাম জানাতে পারেনি।
মানিকগঞ্জে গাড়িচাপায় নৈশ প্রহরী নিহত
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে অজ্ঞাত গাড়িরচাপায় শাহাদাত হোসেন (৬০) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেনের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়। দেড় বছর ধরে তিনি ওই মার্কেটের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রাজধানীতে বাস চাপায় শ্রমিক নিহত
রাজধানীর খিলক্ষেতে বাসের চাপায় দুদু মিয়া (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেতের ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
দুদু মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে। তিনি উত্তরায় থাকতেন এবং দিনমজুরের কাজ করতেন।
গাইবান্ধায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি এলাকায় ট্রাকের চাপায় আব্দুল হালিম (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হালিম উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের মালেকাবাদ গ্রামের আব্দুল গফুরের ছেলে।
বগুড়ায় ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া সড়কের ইউসুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
জামালপুরে যুবলীগ নেতা নিহত
জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিধান দে রানা (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা রিপন দাশ চিকু নামে এক যুবক। তারা মোটরসাইকেলের আরোহী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালঞ্চ এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। রানা জেলা যুবলীগের সদস্য ও জামালপুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক।
পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোজাহিদুল ইসলাম সাব্বির (২৫) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরের সবুজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোজাহিদুল ইসলাম সাব্বির জেলার বোদা উপজেলার পাঁচপীর এলাকার কৃষি কর্মকর্তা নজরুল ইসলামের ছেলে এবং ঢাকার স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
রামুতে পিকআপের চাপায় ছাত্রের মৃত্যু
রামু উপজেলার রামু-মরিচ্যা আরকান সড়কের আতিক্কাবিবির ঘাট সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যান চাপায় প্রণয় বড়ুয়ার (১৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রণয় রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়া এলাকার সুশেন বড়ুয়ার ছেলে। প্রণয় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
সূত্র: বিডিনিউজ, বাংলানিইজ, রাইজিংবিডি