নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ২২টি গরু ও দুটি নসিমন গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গরু ও নসিমন গাড়িগুলোতে কাস্টমে সোপর্দ করা হয়েছে। গরুগুলো দেশিয় দাবি করে বিজিবি সদর দফতরের সামনে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।
বুধবার (২১ মে) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়ন-১ এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত পিলার ৬০/৫-এস হতে আনুমানিক সাড়ে কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজপাড়া থানাধীন দুমরীর মোড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২২টি ভারতীয় গরু এবং দুটি নসিমন গাড়ি আটক করে কাস্টমে সোপর্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি চোরাকারবারীরা বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার করে রাজশাহীর সিটি হাটে চড়া দামে বিক্রির জন্য নিয়ে আসার সময় বিজিবির টহল দলের কাছে গরুগুলো আটক হয়।
দুপুর থেকে গরু আটকের প্রতিবাদে সিটি হাটের ইজারাদার, গরু ব্যবসায়ী ও চোরাকারবারীরা নগরীর শালবাগানে অবস্থিত বিজিবির মেইন গেইটে এসে বিক্ষোভ করে। হাটের ইজারাদার রাজশাহীতে ভারতীয় গরু আর প্রবেশ করতে দেয়া হবে না আশ্বস্থ করেছেন বলে জানিয়েছে বিজিবি।
গরুর ব্যবসায়ীরা জানান, বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার বাগধানী, বাগসারা ও দুয়ারী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে চার গাড়ি গরু জব্দ করে। মোট ২৪টি গরু নিয়ে আনা হয় বিজিবির সদর দফতরে। এই খবর পেয়ে ব্যবসায়ীরা দুপুরের দিকে জড়ো হন বিজিবির সদর দফতরে। তাদের সঙ্গে হাটের বিভিন্ন পর্যায়ের ইজারাদার ও অন্য গরু ব্যবসায়ীরাও জড়ো হন। তারা সেখানে নানা প্রতিবাদী স্লোগান দেন। পরে বিজিবির সদস্যরা তাদের রাস্তা ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তারা রাস্তা ছেড়ে দেন।
গরু ব্যবসায়ী রবিউল ইসলাম সেখানে অবস্থান করছিলেন। তিনি বলেন, পবার দুয়ারী মোড় দিয়ে তানোর থেকে সিটি হাটের উদ্দেশে গরু আনছিলেন। তাদের গাড়িতে মোট আটটি গরু ছিল। গরুগুলো তারা তানোরের বিভিন্ন গ্রামের চাষীদের থেকে কিনেছেন। সেগুলো নিয়ে চলে এসেছে বিজিবি। এগুলো দেশীয় গরু, ভারতের না।