বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
২৩ বছরের বিবাহিত জীবনে সন্তানের সংখ্যা ২৪! এদের মধ্যে আবার কেউ যমজ। খুশবু পাঠক নামে অযোধ্যার এক মহিলার এই দাবি সমাজমাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে। এই মহিলার সন্তানদের বয়স ২ থেকে ১৮ বছরের মধ্যে।
খুশবুর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই স্থানীয় সংবাদমাধ্যম তাঁর অম্বেডনগরের বা়ড়িতে পৌঁছে যায়। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
এর পরই ফাঁস হয় আসল রহস্য। ওই মহিলার গর্ভজাত সন্তানের সংখ্যা মাত্র দু’জন। বাকি ২২টি হল তার বাড়িতে থাকা গাছের সংখ্যা যাদের ২৩ বছর ধরে খুশবু সন্তানের মতো লালনপালন করে আসছেন। এমনকি তাঁর রেশন কার্ডেও দুই সন্তান থাকার উল্লেখ রয়েছে।
সংবাদমাধ্যমে এই তথ্য জানতে পেরে অনেকেই এই মহিলার পোস্টে মন্তব্য করেন যে, শুধুমাত্র সমাজমাধ্যমে প্রচার পাওয়ার জন্য তিনি এই ধরনের মিথ্যা কথা বলছেন। সবক’টি সন্তানকে ক্যামেরার সামনে হাজির করার দাবি করেছেন এক সমাজমাধ্যম ব্যবহারকারী।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন