২৫ ফেব্রুয়ারি ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশ

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১১:০৮ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশের বিভিন্ন বিষয়ের সাথে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও যুক্ত করতে নেতাদের নির্দেশনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কোর্ট স্টেশন এলাকায় শহিদ জামিল স্মৃতি সংসদে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৫ তারিখের সমাবেশ সফল করতে ওয়ার্কার্স পার্টির হড়গ্রাম ইউনিয়ন কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন কমিটির সভাপতি ফজলুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

হড়গ্রাম ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, হড়গ্রাম ইউনিয়ন কমিটির নেতা নজরুল ইসলাম, বেলাল উদ্দীন, মনিরুল ইসলাম, আতাহার মন্ডল, খ্রীষ্টিনা বিশ্বাস প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ