২৬ জানুয়ারির আগেই ঘোষণা হলো জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি ।। আগের পদেই থাকলেন লোটন, লিয়াকত, প্যাডি, ফরহাদ, রাব্বানী, মামুন, ছবি ও শামিমা

আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক



রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের ভোট আগামী ২৬ জানুয়ারি নির্ধারিত থাকলেও গতকাল মঙ্গলবার দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মোহনপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলমগীর কবির নির্বাচিত ব্যক্তিদের তালিকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচন কমিশনার মো. আতাউল গনি’র হাতে তুলে দেন। এসময় তিনি প্রতিটি প্রার্থীর বিপরিতে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে বলে সরকারিভাবে ২৬ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।
নতুন কমিটিতে যারা এলেন। তারা হলেন, সহসভাপতি মো. মাহফুজুল আলম লোটন, মো. ডাবলু সরকার, মো. লিয়াকত আলী ও ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু। সাধারণ সম্পাদক পদে  রফিউস সামস প্যাডী, সহসাধারণ  সম্পাদক পদে  মো. ওহাদেন্নবী অনু , যুগ্মসম্পাদক পদে মো. খায়রুল আলম ফরহাদ, মো. রেজাউল ইসলাম বাবুল, কোষাধ্যক্ষ পদে মো. সিরাজুর রহমান খান, নির্বাহী সদস্য পদে মাহমুদ জামাল, মীর তৌফিক আলী ভাদু, শফিকুজ্জোহা, মোস্তাক হোসেন, এ এস এম ওমর শরীফ রাজীব, শেখ আনসারুল হক খিচ্চু, রমজান আলী, মীর ইসতিয়াক আহমেদ লিমন, গোলাম রাব্বানী, এস এম আরিফ রতন, সরিফুর রহমান নুরুল হক, রইস উদ্দিন আহমেদ বাবু, কে এম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, আব্দুল¬াহ আল মামুন, রফিকুল ইসলাম, রাফিকা খানম ছবি ও শামিমা আলম। এছাড়াও কমিটিতে সরকারিভাবে রয়েছেন সভাপতি পদে কাজী আশরাফ উদ্দীন, জেলা প্রশাসক, মোহাম্মদ মোয়াজেম হোসেন, পুলিশ সুপার, তানভীর হায়দার চৌধুরী উপপুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজশাহী এবং জেলা ক্রীড়া অফিসার আ ফ,মুহাম্মদ ওবায়দুল হকসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হল।