বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর পশ্চিমাঞ্চল রেলের ১৫টি ট্রেনের চাকা ঘুরছে। বাকি ৩৯টি ট্রেন পর্যাক্রমে চলবে। তবে শুক্রবার ও শনিবার থেকে ট্রেন চলাচল শুরু হবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে বিভিন্ন স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে রাজশাহী স্টেশন থেকে সকালে ট্রেনে ছাড়েনি। এদিন বিকেল থেকে চলাচল শুরু হবে। পশ্চিমাঞ্চল রেলে রাজশাহী, রংপুর, ও খুলনা ও ঢাকা বিভাগের কিছু অংশ আছে।
এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) স্বল্প দূরত্বের ৩৭টি মেইল ট্রেন চলাচল শুরু করে। এদিন কাউন্টার ও অনলাইনেও টিকিট বিক্রি চলছে। ঢাকার ট্রেনগুলোর টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এছাড়াও অন্য ট্রেনগুলোর টিকিট বিক্রি চলছে।
পশ্চিম রেলওয়ে জানিয়েছে, গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকেই সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২৫ জুলাই কারফিউ শিথিল হলে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের ঘোষণা দেয় পশ্চিল রেলওয়ে কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত সেই দিনও ট্রেন চলাচল করেনি। এরপর থেকে বন্ধই ছিল ট্রেন চলাচল। অবশেষে ২৬ দিন পর মন্ত্রণালয়ের নির্দেশনায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
পাকশী রেল বিভাগে ৪০টি ও লালমনিহাট রেল বিভাগের ১৪টিসহ পশ্চিমাঞ্চল রেলে ৫৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এরমধ্যে ১৫টি বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করবে। চলাচলের জন্য অনুমোদন পাওয়া ট্রেনগুলো হচ্ছে ৭০৬ একতা এক্সপ্রেস (পঞ্চগড়-ঢাকা), ৭২৫ সুন্দরবন এক্সপ্রেস (খুলনা-ঢাকা), ৭৪৭ সীমান্ত এক্সপ্রেস (খুলনা-চিলাহাটি), ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস (চিলাহাটি-খুলনা), ৭৬০/৭৬৯ (আপ-ডাউন) পদ্মা এক্সপ্রেস (রাজশাহী-ঢাকা-রাজশাহী), ৭৬৬ নীলসাগর এক্সপ্রেস (চিলাহাটি-ঢাকা), ৭৭০ ধুমকেতু এক্সপ্রেস (রাজশাহী-ঢাকা-রাজশাহী), ৭৭২ রংপুুর এক্সপ্রেস (রংপুর-ঢাকা), ৭৯১ বনলতা এক্সপ্রেস (ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ), ৭৯৫/৭৯৬ (আপ-ডাউন) বেনাপোল এক্সপ্রেস, (বেনাপোল-ঢাকা-বেনাপোল), ৮০৩ বাংলাবান্ধা এক্সপ্রেস (রাজশাহী-পঞ্চগড়), ৭৯৪/৭৯৩ (আপ-ডাউন) পঞ্চগড় এক্সপ্রেস (পঞ্চগড়-ঢাকা)।
এদিন রাজশাহী স্টেশন থেকে তিনটি আন্তঃনগর ট্রেন ছাড়বে বলে জানিয়েছেন রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম। তিনি জানান, বিকেল চারটায় পদ্মা এক্সপ্রেস, রাত ৯টা ১৫ মিনিটে বাংলাবান্ধা এক্সপ্রেস ও রাত ১১টা ২০ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস ছেড়েছে।
পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি জানান, বৃহস্পতিবার থেকে পশ্চিমাঞ্চল রেলের ১৫টি আন্তনগর ট্রেন চলাচল করছে। বাকি ট্রেনগুলো পর্যায়ক্রমে চালু হবে। ট্রেন ভ্রমনকারী যাত্রীদের সেবা দিতে রেল সব ব্যবস্থা নিয়েছে।
পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আহম্মদ হোসেন মাসুম বলেন, আমাদের ৪৩টি মেইল ট্রেন আছে। বৃহস্পতিবার ১৫টি আন্তনগর ট্রেন চলবে। শুক্রবার থেকে ট্রেন চালু হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আনসার, এনবিআর, রেললাইনের নিরাপত্তায় থাকবে।