২৭ ঘণ্টার ব্যবধানে ১৩ গাড়িতে আগুন

আপডেট: নভেম্বর ৯, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


সারা দেশে বিএনপি-জামায়াত আহুত তৃতীয় দফার অবরোধ চলছে। দ্বিতীয় দফায় ৫-৬ নভেম্বর অবরোধ শেষে এক দিন বিরতি দিয়ে আবার ৮ নভেম্বর সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।
তৃতীয় দফার অবরোধে গত ২৭ ঘণ্টায় ১৩টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ১৩টির মধ্যে ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান এবং ২টি ট্রাকে রয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
তিনি জানান, বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সারা দেশে ১৩টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এ সময়ে রাজধানীতে ৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তালহা বিন জসীম জানান, রাজধানীর হাজারীবাগ, কাকলী, মিরপুর, তাঁতীবাজার ও ধানমন্ডিতে ৫টি; ঢাকা বিভাগের মধ্যে গাজীপুরে ৩টি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে একটি ও নোয়াখালীতে একটি, রাজশাহী বিভাগের বগুড়ার শিবগঞ্জে একটি, বরিশাল বিভাগের বরগুনার গৌরনদীতে ২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন