২৯ বছর পর স্পিনে অলআউট ইংল্যান্ড

আপডেট: অক্টোবর ২১, ২০১৬, ১০:৪৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক
১৯৮৭ সালে পাকিস্তানের ফয়সলাবাদে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে স্পিনেই সবকটি উইকেট হারিয়েছিল ইংল্যান্ড।  এরপর কেটে গেছে ২৯ বছর।  এবার নতুন করে সেই ইংল্যান্ডকে একই লজ্জা দিল বাংলাদেশ। তাদের স্পিনে ঘায়েল করে চট্টগ্রাম টেস্টের সবকটি উইকেটই নিয়েছে বাংলাদেশের স্পিনাররা।  অবশ্য এই স্পিন আক্রমণের নেতৃত্ব দেন ১৮ বছর বয়সি মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে সাকিব ও তাইজুল অবদান রেখে ইংলিশদের ২৯৩ রানে গুটিয়ে দেয়।

 
প্রথম ইনিংসে মিরাজ নিজের অভিষেক ইনিংসেই নিয়েছেন ৬ উইকেট।  এছাড়া দুটি করে উইকেট নেন স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। অবশ্য ২৯ বছর আগে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৯২ রানে। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার ইকবাল কাসিম। লেগ স্পিনার আব্দুল কাদিরও নেন ৪ উইকেট। বাকি একটি উইকেট নেন তৌসিফ আহমেদ।-বাংলাট্রিবিউন