২ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১০:৫৬ অপরাহ্ণ

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ :


রাজশাহীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ সভা কর্মসূচি পালন করে। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তব্য দেন, ইনসাব চাঁপাইনবাবগঞ্জের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, সংগঠনটির সভাপতি আব্দুল কাইউম, সাধারন সম্পাদক আব্দুল মতিন, নিহত শ্রমিকের পিতা গোলাম মোস্তফা, ভাই আব্দুল মমিন, স্ত্রী সুমি খাতুন প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন চাঁপাইনবাবগঞ্জ বণিক সমিতির পরিচালক রাইহানুল ইসলাম লুনা, ঠিকাদার হাম্মাদ আলী, ছাত্র নেতা আব্দুল মজিদ। বক্তারা বলেন, রাজশাহী সপুরা বিসিক এলাকায় মডার্ণ ফুড ইন্ডাস্ট্রির মালিক আব্দুল্লাহ ও তার শ্বশুর মাসুম রেজা সুমনসহ ২ সহযোগি কর্তৃক নির্মাণ শ্রমিক আতাউর রহমান ও রাকিবুল ইসলাম রাজকে পিটিয়ে হত্যা করে। এটি নির্মম ও নিষ্ঠুরতা। হত্যাকারীদের দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় নির্মাণ শ্রমিকরা বৃহত্তর কর্মসুচি ঘোষণা করবে বলে জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ