শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ এর একটি দল শুক্রবার (২৪ মে) অভিযান চালিয়ে নাটোর জেলা সদরের পাইকপাড়া থেকে মাদকচক্রের হোতা সম্রাট হোসেন আবির (২৪)কে স৩০৭ বোকতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। ধৃত আসামী রাজশাহীর পুঠিয়া থানার চিতলপুকুরের মৃত আব্দুর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ১টি, সিমকার্ড- ২ টি এবং ক্যারেট ২ টি জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃত আসামী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে প্রকাশ্য দিবালোকে সবজির ব্যবসা করলেও নিজ পেশার আড়ালে সে একজন সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।
আসামী সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য হওয়ায় সে তার পেশার আড়ালে চতুরতার সাথে বিভিন্ন ছদ্মবেশ ধারণপূর্বক অভিনব পন্থায় ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।
এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।