৩৪ বছরের জন্মদিনে ৩৪ কন্যার মা, বলি সুন্দরীর জীবনের কথা শুনলে আপনিও বলবেন, ‘প্রীতি জিন্টা একজনই হন’

আপডেট: জুন ৫, ২০২৫, ৭:২২ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


আদর্শ হতে পারেন প্রীতি জিন্টা। দলের মালকিন হিসেবে তিনি শ্রেয়স আইয়ারদের কাছে ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড।
তাঁর জীবনদর্শনের জন্য শ্রদ্ধা কেড়ে নিতে পারেন বলিউড সুন্দরী। ‘বীরজারা’ খ্যাত অভিনেত্রী সব আলো শুষে নিতে পারেন তাঁর অসামান্য কাজ দিয়ে। বলতে ইচ্ছা করবে প্রীতির মতো কেউই নন।
বিয়ের পরে বেশিরভাগ সময়ে ইদানীং তিনি লস এঞ্জেলসেই থাকেন। তাঁর দুই সন্তান। জয় আর জিয়া। প্রচারের সার্চলাইটের আড়ালেই এখন সুন্দরী অভিনেত্রী। পঞ্চাশের প্রীতি আইপিএলের দু’মাস দলের সঙ্গে নিরন্তর ছিলেন। গ্যালারি থেকে দলকে উৎসাহ জুগিয়ে গিয়েছেন। কখনও শ্রেয়স আইয়ারকে তাঁর মিষ্টি করে চোখ টেপা ভাইরাল হয়ে গিয়েছে। ফাইনালে সেই প্রীতিই আবার শোকে মূহ্যমান হয়েছেন।

কিন্তু এহেন প্রীতি জিন্টা মা হওয়ার আগেই ৩৪ জন কন্যার মা হয়ে গিয়েছিলেন, তা কি কেউ জানেন? তাও আবার নিজের ৩৪ বছরের জন্মদিনে! তিনি ৩৪ জন কন্যাসন্তানকে দত্তক নেন। বলি সুন্দরী বলেন, ‘’আমি ৩৪ জন কন্যাকে দত্তক হিসেবে গ্রহণ করি। তাদের বেড়ে ওঠা, তাদের শিক্ষা, ভরণপোষণের যাবতীয় দায়-দায়িত্ব সব আমার। ছোট ছোট মেয়েদের সম্মিলিত কলরব যে কী মিষ্টি শোনায়, তা কল্পনা করা যাবে না। এরাই আমার সন্তান। আমার সঙ্গে ওদের ঘনিষ্ঠ যোগাযোগ। বছরে দু’বার ওদের সঙ্গে আমি দেখা করব।’’

কন্যাভ্রূণ হত্যা, নিরাপত্তাহীনতায় বেড়ে ওঠা ছোট ছোট মেয়ের দুঃখ-কষ্ট প্রীতির নরম মনকে বিচলিত করত। সেই সব কন্যার সুরক্ষার জন্য,তাদের জীবন গড়ে তোলার জন্য প্রীতির এহেন পদক্ষেপ।
এই জন্যই প্রীতি জিন্টা সবার থেকে আলাদা। এতদিন রুপোলি পর্দায় তাঁকে একভাবে দেখে অভ্যস্থ হয়েছে দেশ। প্রেমিকা হিসেবে তাঁকে কাছে পেতে চেয়েছেন অনেকেই। কিন্তু প্রাীতির মানবিক মুখের কথা জানলে তাঁকে শ্রদ্ধা করতেই হবে। পাঞ্জাব কিংসের মালকিন কেবল দুই সন্তানের মা নন। তিনি এখন অনেক মেয়ের মা। মাতৃত্বই তাঁর আসল পরিচয়। প্রীতি জিন্টা একজনই হন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ