৩৫ সোমালি জলদস্যুকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে

আপডেট: মার্চ ২৪, ২০২৪, ২:০২ অপরাহ্ণ

৩৫ সোমালি জলদস্যুকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে
সোনার দেশ ডেস্ক:


লোহিত সাগরে জলদস্যু দমন অভিযানের শততম দিনে ৩৫ সোমালি জলদস্যুকে মুম্বাই পুলিশের হাতে তুলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী ।
প্রায় এক দশক নিষ্ক্রিয় থাকার পর লোহিত সাগরে জলদস্যুদের দৌরাত্ম্য আবারো বৃদ্ধি পেয়েছে । এডেন উপসাগর এবং আরব সাগরের উত্তরাঞ্চলে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ ভারত। ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ সমুদ্র পথে জলদস্যু হঠাৎ করে বেড়ে যাওয়ায় তাদের দমনে সমুদ্রে জলদস্যু দমন অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী।

যে অভিযানের অংশ হিসেবে গত সপ্তাহে তারা মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি রুয়েন জব্দ করে এবং ১৭ জন ক্রুকে উদ্ধার এবং ৩৫ সোমালি জলদস্যুকে গ্রেপ্তার করে। গত ডিসেম্বরে সোমালিয়া উপকূল থেকে এমভি রুয়েন ছিনতাই করেছিল জলদস্যুরা। ধারণা করা হয়, এমভি রুয়েন ব্যবহার করেই জলদস্যুরা সম্প্রতি বাংলাদেশের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করেছে এবং সেটিতে থাকা ২১ বাংলাদেশি নাবিককে জিম্মি করেছে।

ভারতীয় নৌবাহিনী যে ৩৫ জলদস্যুকে আটক করে নিয়ে এসেছে তাদের দেশটির ‘অ্যান্টি-পাইরেসি ল-২০২২’ অনুযায়ী বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ভারতের নৌবাহিনীর চিফ অ্যাডমিরাল আর হরি কুমার তাদের অভিযানের শততম দিনে এক সংবাদ সম্মেলনে বলেন, সোমালি জলদস্যুরা এমভি রুয়েন কে ‘মাদার শিপ’ হিসেবে ব্যবহার করে অন্যান্য জাহাজে হামলা চালাত।

ভারতীয় নৌবাহিনী হামলার শিকার হওয়া কয়েকটি জাহাজকে সহায়তা করেছে। হুতিদের ড্রোন হামলার পর সেগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করেছে বলেও জানান আর হরি কুমার। বলেন, “আমাদের কারো সঙ্গেই বিরোধ নেই।”
তথ্যসূত্র: বিডিনিউজ

আড়ও পড়ুন: সোমালি জলদস্যুকে

এ বিভাগের অন্যান্য সংবাদ