সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোসাদ্দেক হোসেন পেয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। এবার আইসিসি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এলেন বাংলাদেশের তরুণ এই ব্যাটসম্যান।
রোববার আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগিয়ে ১৩৩ নম্বর অবস্থানে উঠে এসেছেন মোসাদ্দেক।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অপরাজিত ৫০ রান করেন মোসাদ্দেক। পরের দুই ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ৩, আর শেষ ম্যাচে করেন ১১ রান। সিরিজে বল হাতে একটি উইকেটও নেন এই অফ স্পিন অলরাউন্ডার।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করা নিউজিল্যান্ডের টম ল্যাথাম ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। রাইজিংবিডি