৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট: নভেম্বর ৩, ২০২৪, ২:০৫ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি :


নাব্যতা সঙ্কটের কারণে ৩৮ ঘন্টা বন্ধ থাকার পন পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
রোববার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কাজিরহাট ঘাট থেকে শাহ আলী এবং আরিচা ঘাট থেকে ধানসিঁড়ি নামের দুটি ফেরি চলাচলের মধ্য দিয়ে স্বাভাবিক হয় ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি কাজিরহাট ঘাটের সহকারী ম্যানেজার মো. ফখরুজ্জামান জানান, গত শুক্রবার রাত ৯টা থেকে নাব্যতা সঙ্কটের কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। ড্রেজিং শেষে ফেরি চলাচল স্বাভাবিক হলো।

ফেরি চলাচল বন্ধ থাকাকালীন কাজিরহাট ও আরিচা ঘাটে আটকা পরে অসংখ্য্য পণ্যবাহী ট্রাক। দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন শ্রমিকরা। ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি মিললেও, যে পরিমাণ ট্রাক আটকা পড়েছে তাতে পারাপার হতে ২ দিন সময় লাগবে বলে জানান ভুক্তভোগী শ্রমিকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version