রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের পাশের রাস্তায় এ কর্মসূচি করে তারা। বিশ্ববিদ্যালয় শাখা আদিবাসী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন পার্বত্য চট্টগ্রাম পরিষদের রাজশাহী মহানগর শাখার সভাপতি দীপেন চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক মংখ্যাউ রাখাইন, বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে এখনও রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘ ঘোষিত ৯ জুলাই আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয় না। আদিবাসীদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস ও নির্যাতন বন্ধ করা হচ্ছে। তাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে। মানববন্ধন থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ছাড়াও অন্য যে দু’টি দাবি জানানো হয় তা হলো- পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন।