৩ শতাধিক ইলেক্টোরাল ভোট পেতে পারেন ট্রাম্প: নিউ ইয়র্ক টাইমস

আপডেট: নভেম্বর ৬, ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ

বাঁয়ে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও ডানে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি: পিবিএস

সোনার দেশ ডেস্ক :


যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৩ শতাধিক ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হতে পারেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে লাইভ আপডেটে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, এখন যে পরিস্থিতি চলছে তাতে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ইলেক্টোরাল কলেজের ৩০১ ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ২৩৭টি ভোট পেতে পারেন।

এদিকে, মার্কিন বার্তাসংস্থা এপি প্রকাশিত বেসরকারি ফলাফলে বলা হয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ২১১টি ইলেক্টোরাল ভোট পেতে পারেন ও তার প্রতিদ্বন্দ্বী কমলা পেতে পারেন ১৫৩টি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ