৪০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:রাজশাহী দুর্গাপুরের গোপালপাড়া গ্রামে দুইজন মাদককারবারিকে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। রাজশাহী জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রশিদ (৪৪) ও মরিয়ম বেগম (৩০)। রশিদ নাটোর সদরের পাইকপাড়া (সোনারপড়া) গ্রামের আছির উদ্দিনের ছেলে। আর মরিয়ম রশিদের স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুরের গোপালপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে ৩০ গ্রাম হেরোইন ও তার স্ত্রীর ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। হেরোইন উদ্ধারের এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ