সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
প্রায় ৪৫০ কোটি টাকার আর্থিক তছরুপে জড়িত থাকার অভিযোগে ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার শুভমন গিলকে তলব করতে পারে গুজরাত সিআইডি। এর পাশাপাশি তলব করা হতে আইপিএলের দল গুজরাত টাইটানসের তিন খেলোয়াড় সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং মোহিত শর্মাকে তলব করতে পারে সিবিআই।
সিআইডি সূত্রে খবর, পনজি স্কিমে আর্থিক প্রতারণার দায়ে ভূপেন্দ্রসিং জালা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেরা করেই ওই চার ক্রিকেটারের নাম উঠে এসেছে। জেরায় ভূপেন্দ্রসিং জানিয়েছেন, গুজরাত টাইটানসের অধিনায়ক শুভমান এবং বাকি খেলোয়াড়েরা বিনিয়োগ করেছিলেন ওই চিটফানডে।
কিন্তু কারও টাকাই ফেরত দিতে পারেননি ভূপেন্দ্র। সিআইডি সূত্রে খবর, প্রায় দুই কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শুভমান। বাকি খেলোয়াড়দের বিনিয়োগের অঙ্কটা বেশ কম। বর্তমানে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়াতে রয়েছেন গিল। সেখান থেকে ফিরলেই তাঁকা ডাকা হতে পারে বলে জানিয়েছে সিআইডি।
গুজরাত জুড়ে চিটফান্ডের জাল পেতে বসেছিলেন ভূপেন্দ্র। তাঁকে পনজি স্কিমের ‘কিংপিন’ উল্লেখ করেছে সিআইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রায় ৪৫০ কোটির আর্থিক প্রতারণা করেছেন ভূপেন্দ্র। গুজরাতের তালোদ, হিম্মতনগর, ভদোদরাকে অফিস খুলে বিনিয়োগকারীদের থেকে টাকা তুলতেন তিনি।
ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ (সিআইডি-ক্রাইম) পরিক্ষিতা রাঠৌড় জানিয়েছেন, বিজি ফিনানশিয়াল সার্ভিসেস নামক একটি সংস্থা খুলে বিনিয়োগকারীদের থেকে টাকা তোলা হতে। প্রতিশ্রুতি দেওয়া হত মোটা রিটার্নের।
সেই টাকা দিয়ে প্রায় ১০০ কোটির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি করেছেন ভূপেন্দ্র। গত ২৭ ডিসেম্বর মেহসানা জেলা থেকে গ্রেপ্তার করা হয় ভূপেন্দ্রকে। গ্রেপ্তার করা হয়েছে আরও ৭ জনকে। ৪ জানুয়ারি পর্যন্ত সিআইডি-র হেফাজতে থাকবেন তিনি।
তথ্যসূত্র: আজকাল অনলাইন