রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সিংড়া প্রতিনিধি
বন্যা ও দুর্যোগ পরিস্থিতির মোকাবেলায় জরুরি সভায় ৪৮ ঘণ্টার মধ্যে সকল সৌতি জাল অপসারণের নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল বুধবার দুপুরে সিংড়া কৃষি হলরুমে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় তিনি বলেন, বন্যার সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। বন্যার্তদের পাশে সরকার আছে এবং থাকবে।
সভায় প্রতিমন্ত্রী উপজেলার ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বন্যার সার্বিক খোঁজ-খবর নেন এবং জরুরিভাবে বন্যা মোকাবেলায় জনগণের পাশে থাকার জন্য প্রশাসনসহ সবাইকে নির্দেশনা দেন। এসময় উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আহসান, সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান, সিংড়া থানার ওসি আল মামুন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। জরুরি সভা শেষে তিনি পৌর শহরের কুুয়াবাড়ী এলাকা পরিদর্শনে যান। পরে তিনি সিংড়া থানার ওসি আল মামুনের সভাপতিত্বে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সম্পর্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।