৪ দাবি পূরণ না হলে রবিবার ‘গণমিছিল’

আপডেট: আগস্ট ২, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


আগামী রবিবারের (৪ আগস্ট) মধ্যে চারটি দাবি পূরণ না হলে গণমিছিলের কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা। গ্রেফতারকৃতদের মুক্তি, কারফিউ তুলে নেওয়া, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। দাবি মানা না হলে রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল করার ঘোষণা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ জনের সমাবেশে ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি রাগীব নাইম এসকল দাবি ঘোষণা করেন।

শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দ্রোহযাত্রা’ নিয়ে আসেন শিক্ষার্থী-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেখানেই ছাত্র-জনতার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন রাগীব নাঈম।

তিনি বলেন, আগামী রবিবারের মধ্যে কারফিউ প্রত্যাহার করতে হবে। গ্রেফতারকৃত সবাইকে মুক্তি দিতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। বর্তমান সরকারকে শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি রবিবারের মধ্যে পূরণ না করা হয় তাহলে সেদিন বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে গণমিছিল শুরু হবে।

বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশে রওনা হয় ‘দ্রোহযাত্রা’। বিকাল পৌনে ৪টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়। এরপর থেকে ভেঙে ভেঙে অনেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন। শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন মানুষ সেখানে যোগ দেন।
বিকাল প্রায় ৫টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ছাড়তে শুরু করেন আন্দোলনকারীরা।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ