৫নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় মতবিনিময়

আপডেট: এপ্রিল ৭, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালে মহানগরীর মহিষবাথান উত্তরপাড়া মহল্লায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গনে অ্যাকটিভ সিটিজেন ইয়ূথ লিডারদের সামাজিক উদ্যোগ রিথিংক আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিগন্ত প্রসারী সংঘের সাধারণ সম্পাদক নুরুল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের অবসর প্রাপ্ত ডিজিএম মনোয়ার হোসেন সেলিম, লায়ন্স ক্লাব অব রাজশাহীর সাবেক সভাপতি এ. কে মাসুদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধ নুরুল আমিন কালু প্রমূখ উপস্থিত ছিলেন। প্রজেক্ট মেন্টর সুব্রত পাল এর সঞ্চালনায় নাগরিক ভাবনায় অনুষ্টান সভাপতি ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বৃট্রিশ কাউন্সিল’র দি ক্লাইমেট কানেকশন কর্মসূচির অর্থায়নে এবং রাজশাহী সিটি কর্পোরেশন কাউন্সিলর (ওয়ার্ড ৫) এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অ্যান্ড রিসার্চের স্থানীয় কারিগরী সহায়তায়, প্রায় ৫০জন বিমিস্ট নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন। রিথিংক প্রজেক্ট টিম লিড মনিরুল ইসলাম সবুজ, মানতাকা আখতার প্রিতু, অরণ্য কুমার সাহা উপস্থিত ছিলেন।

অন্যদিকে মহানগরীর মহিষবাথানস্থ ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ৫নং ওয়ার্ডে কর্মরত কর্মীদের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ইদ উপহার সামগ্রী প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান কামরু। অনুষ্ঠানে ৫নং ওয়ার্ডের কর্মীদের মাঝে নগদ অর্থ ও উন্নতমানের খাদ্য সমগ্রী বিতরণ করা হয়।

এ সময় কাউন্সিলর কামরু বলেন ৫নং ওয়ার্ড অত্র রাজশাহী সিটি কর্পোরেশনের একটি পরিস্কার পরিচ্ছন্ন অনুকরণীয় মডেল ওয়ার্ড। ওয়ার্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও দাপ্তরিক কাজে ওয়ার্ডবাসীদের সেবা প্রদানে ওয়ার্ড কর্মীদের একটি বড় ভূমিকা রয়েছে। আর কয়দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। অনেক মানুষ তাদের প্রিয়জনের সাথে ঈদ করতে নিজ বাড়ীতে আসবে সেই লক্ষে পরিচ্ছন্ন কর্মীরা ওয়ার্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ কর্ম পরিকল্পনা কাজ করবে।

তিনি আরোও বলেন, ওয়ার্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ময়লা আবর্জনা অবশ্যই নিদিৃষ্ট জায়গায় ফেলা প্রয়োজনে পরিচ্ছন্ন ও ভ্যান কর্মীর সহায়তা নেওয়ার আহ্বান জানান কেননা ওয়ার্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখতে তাদের পাশাপাশি ওয়ার্ডবাসীদেরও সচেতন হতে হবে তাহলে আমরা একটি সুন্দর ওয়ার্ড উপহার দিত পারবো।

সবাইকে অগ্রিম ইদুল ফিতরের শুভেচ্ছা জানান কাউন্সিলর কামরু । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিগন্ত প্রসারী সংঘ সা:স: আলহাজ্ব নুরুল হক ,অব: ডিজিএম সোনালী ব্যাংক পিএলসি সেলিম মনোয়ার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সা: স: তানজির হোসেন দুলাল প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ