রাসিকের ৫নং ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

আপডেট: মার্চ ৩০, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের আয়োজনে ব্রিটিশ কাউন্সিল দি ক্লাইমেট কানেকশন এর অর্থায়নে আন্তর্জাতিক জিরো ওয়েস্ট দিবস উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষে ৫নং ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকালে মহানগরীর ৫নং ওয়ার্ডে মহিষবাথান উত্তরপাড়া মহল্লায় কোর্ট স্টেশন চত্তরে প্রধান অতিথি হিসাবে কর্মসূচী উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তযোদ্ধা এসএম জহিরুল হক, রাসিক স্যানেটারী ইন্সপেক্টর আতিকুল হক বাবু, সুশাসন বিশ্লেষক ও সিডিআইআর সমন্বয়ক সুব্রত কুমার পাল। অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুল ইসলাম সবুজ। পরিবেশ উন্নয়ন সংস্থা রি-থিংক থেকে জরিনা খাতুন ও মানতাকা আকতার, ভলেন্টিয়ার সহযোগীতায় রেড ক্রিসেন্ট জেলা ইউনিট থেকে অরন্য কুমার সাহা ও সুমাইয়া সহ অন্যান্যরা পরিচ্ছন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ