৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট: জুন ২৯, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ

৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পবা থানার কইপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে পবা থানা পুলিশ। খবর বিজ্ঞপ্তির।
ধৃত আসামিরা হলো- নাজমুল হক (৪১) ও আবুল কালাম(৫০)। নাজমুল বেলপুকুর থানার জোদভাগিরথপুর (আমকুমর) এলাকার মৃত মুসা শাহের ছেলে এবং আবুল একই থানার বেল পুকুরিয়া এলাকার বনি ইসরাইলের ছেলে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৮ জুন রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি টিম রাত ৯ টায় অভিযান চালিয়ে আসামি নাজমুল হক ও আবুল কালামকে কইপুকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করে। এসময় আসামিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামি নাজমুলের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ১টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ