রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকদের ৫০ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান এবং চাকরি রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর সপুরা এলাকায় পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করে।
মানববন্ধনে প্রতিষ্ঠানের ওয়ার্কাশপ সুপার ময়েন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন ইন্সট্রাকটর আনোয়ার হোসেন, জুনিয়র ইন্সট্রাকটর সোহানুর রহমান সবুজ, ফজলুল হক, কেএম মনিরুজ্জামান, নুর রাফিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আর্থ সামাজিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের নিকট কারিগরি শিক্ষাকে সহজলভ্য করে তুলে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বৃদ্ধির মাধ্যমে দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরণের “স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট-স্টেপ” ২০১০ সালে শুরু হয়ে ২০১৯ সালে সফলভাবে শেষ হয়। কিন্তু, ২০১২ ও ২০১৪ সালে দুই ধাপে সরকারি ৪৯টি পলিটেকনিক ইন্সটিটিউটে নিয়োগকৃত দেশে-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৩৮ জন শিক্ষক কঠোর পরিশ্রম করে কারিগরি শিক্ষার মান শতকরা ১ ভাগ থেকে বৃদ্ধি করে ২২ শতাংশে উন্নীত করলেও বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধাতে এখনো বৈষম্যের শিকার।
শিক্ষকরা বলেন, বিগত সরকার সমাপ্ত স্টেপ প্রকল্পের শিক্ষকদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করলেও ২০১৯-২০ অর্থ বছরে ১২ মাসের বেতন ভাতাদি পরিশোধের পর বিগত ৫০ মাস ধরে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকগণ বেতনহীন অবস্থায় আছেন। এতে করে স্ত্রী-সন্তান ও পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকবৃন্দ। আর তাই শিক্ষক ও তাদের পরিবারের জীবন রক্ষার্থে ৫০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ চাকরি রাজস্বখাতে স্থানান্তর করে যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান শিক্ষকবৃন্দ।