৫ নম্বর ওয়ার্ড বস্তি পরিদর্শন করেন জার্মান প্রতিনিধি দল

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১০:৫৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:নগরীর ৫ নম্বর ওয়ার্ডে মহিষবাথান উত্তরপাড়া মহল্লার বস্তিতে কারিতাস রাজশাহীর ‘আলোকিত শিশু প্রকল্প’এর অধিনে পথ শিশুদের দৈনিক জীবনমান ও উন্মুক্ত স্কুল কর্যক্রম পরিদর্শন করেন, কারিতাস জার্মান দাতা প্রতিনিধি দল। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু আলোকিত শিশু প্রকল্প কনসালটেন্ট মিস লি ম্যাকুইন ও মিস টিম্মি অ্যানা লিনা ও দাতা প্রতিনিধি মিস অ্যাঞ্জেলিনা গ্রেটনার নিয়ে অত্র ওয়ার্ডের মহিষবাথান উত্তরপাড়া বস্তিতে পথ শিশুদের জীবনমান পরিদর্শন করেন।

প্রতিনিধি দল এসময় উপস্থিত ছিলেন, মিসেস র‌্যান্সি রুথ হাসদা প্রোগ্রাম অফিসার আলোকিত শিশু প্রকল্প, মো. ফরিদুল ইসলাম জুনিয়র প্রোগ্রাম অফিসার আ.শি.প্র, মো. আক্তারুজ্জামান, মাঠ কর্মকর্তা আ.শি.প্র সহ অন্যান্য মাঠ কর্মকর্তাগণ। কাউন্সিলর কামরু প্রতিনিধি দলের কাছে পথশিশু ও পিছিয়ে পড়া শিশুদের পুষ্টি চাহিদা নিবারণ ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষে শহরের অন্য দিবা সেবা কেন্দ্র (ডিআইসি) এর ন্যায় অত্র ৫নং ওয়ার্ডে (ডিআইসি) সেন্টার কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানানো হয় এছাড়া পথ শিশুদের উজ্জ¦ল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষে সমাজের বিত্তবানদের এগিয়া আসার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ