রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
টেস্ট ক্রিকেটে তখনও বাংলাদেশের হাঁটি হাঁটি পা পা। ২০০১ সালে মূলতানে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের ৫ ব্যাটসম্যান। ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্বরেকর্ড। বোলাররাই বা পিছিয়ে থাকবেন কেন! ৫ বোলারের রান দেওয়ার সেঞ্চুরির রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ।
হায়দরাবাদে বাংলাদেশের মূল ৫ বোলারই ছিলেন দারুণ উদার। দুই পেসারই রান দিয়েছেন ওভারপ্রতি পাঁচের বেশি। ২৫ ওভারে ১২৭ রানে একটি উইকেট তাসকিন আহমেদের। ১৯ ওভারে ঠিক ১০০ গুণেছেন কামরুল ইসলাম রাব্বি।
৪২ ওভার বোলিং করেও মেডেন পাননি মেহেদী হাসান মিরাজ; ১৬৫ রান দিয়ে ২ উইকেট। সাকিব আল হাসান ২৪ ওভারে ১০৪। হতাশার ইনিংসে দলের সেরা বোলার তাইজুল ইসলাম। তবে ৩ উইকেট নিতে ৪৭ ওভারে তিনিও গুণেছেন ১৫৬ রান।
এর আগে ৫ দফায় ইনিংসে একশ রান দিয়েছিলেন বাংলাদেশের চার বোলার। এবার আরেকধাপ এগিয়ে বাংলাদেশ ভাগ বসালো রেকর্ডে। সব মিলিয়ে ৫ বোলারের রান দেওয়ার সেঞ্চুরি টেস্ট ক্রিকেট দেখল সপ্তমবার।
প্রথমটি ছিল ১৯৫৫ সালে। সেঞ্চুরি দেওয়া ও নেওয়ার পাঁচে পাঁচ মিলে গিয়েছিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকা টেস্টে। ৫ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান করেছিলেন সেঞ্চুরি। ৫ ক্যারিবিয়ান বোলার দিয়েছিলেন শতরান। টেস্ট ইতিহাসে দুটিই ছিল প্রথম। ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ বোলার গ্যারি সোবার্স দিয়েছিলেন ৯৯ রান। আরেকটি রান বেশি দিলে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ড এককভাবে ওয়েস্ট ইন্ডিজেরই থাকত। সেই থেকে ইনিংসে ৫ সেঞ্চুরি হয়েছে আর একবারই; বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের। ৫ বোলারের সেঞ্চুরি হয়ে গেল ৭ বার। বিব্রতকর আরও একটি রেকর্ডে উঠল বাংলাদেশের নাম।