বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
২০১৬-১৭ অর্থবছরের জুলাই-নভেম্বর মেয়াদে অর্থাৎ অর্থবছরের প্রথম ৫ মাসে রফতানি খাতে আয় হয়েছে ১ হাজার ৩৬৯ কোটি ৯ লাখ ৭০ হাজার ইউএস ডলার। যা গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের রফতানি আয়ের তুলনায় ৬ দশমিক ৩০ শতাংশ বেশি। বছরের ব্যবধানে রফতানি আয় বাড়লেও চলতি অর্থবছরের প্রথম ৫ মাসের রফতানির লক্ষ্যমাত্রা অধরায় রয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম ৪ দশমিক ১৭ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাতের উভেন এবং নিটওয়্যার রফতানি থেকে। এ দুই খাতের মধ্যে নিটওয়্যারের রফতানিতে আয় কিছুটা বাড়লেও উভেনে লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে ১৫ দশমিক ৫৪ শতাংশ। ফলে এর প্রভাব পড়েছে সামগ্রিক রফতানি আয়ে।
আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় তৈরি পোশাক খাতের নিটওয়্যারে রফতানি আয় মাত্র ২ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এ সময়ে নিটওয়্যারে রফতানি আয় হয়েছে ৫৬৩ কোটি ২৭ লাখ ডলার। যার লক্ষ্যমাত্রা ছিল ৫৪৭ কোটি ১১ লাখ ডলার।
তবে একই সময়ে তৈরি পোশাকের আরেক খাত উভেনে রফতানি আয় হয়েছে ৫৪৭ কোটি ৮৬ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ১৫ শতাংশ কম। লক্ষ্যমাত্রা ছিল ৬২৫ কোটি ৯৩ লাখ ডলার।
ইপিবির প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রফতানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে মোট ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার।
প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত নভেম্বর মাসে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৭০ কোটি ৩০ লাখ ডলার। এ সময়ে রফতানি আয় হয়েছে ২৮৯ কোটি ৯৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ২৬ শতাংশ বেশি। একইসঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের নভেম্বর মাসের আয়ের তুলনায়ও এ সময়ের আয় ৫ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের পঞ্চম মাসে সব ধরনের পণ্য রফতানিতে আয় হয়েছিল ২৭৪ কোটি ৯৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।-জাগোনিউজ