৫ শতাধিক শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দিলেন এমপি বাদশা

আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে সংবর্ধনা প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় ৫ শতাধিক অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সংসদ সদস্য মহোদয়।

শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় নগরীর কোর্ট স্টেশন বাইপাস মোড় সংলগ্ন রাজশাহী সেবা সামাজিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী সেবা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানে রাজশাহী সমাজসেবা অধিদপ্তর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামান টুকুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন রাজশাহী সেবা সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি এএইচএম আলমগীর কবির ওরফে সুইডেন। পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম ওরফে সোহেল।

উপস্থিত ছিলেন, সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জহুরুল আবেদিন উজ্জ্বল, সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সুইটসহ অন্যান্য সদস্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version