মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
ইউক্রেনের একাধিক স্থানে বুধবার রাতভর হামলা চালিয়ে দেশটির ৬০০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশটির সশস্ত্র বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে বুধবার রাতে দেশটির ৬০০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে। একইসঙ্গে ৬১টি ইউনিটের অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
মস্কোর দাবি, ইউক্রেনের কিরোভোহরাদ অঞ্চলের কানাটোভো এয়ারফিল্ড এবং দক্ষিণের শহর মাইকোলাইভের একটি বড় গোলাবারুদের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এদিকে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো নিয়ে ন্যাটোকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেন, ইউক্রেনের উদ্দেশে পাঠানো অস্ত্র বা সামরিক সরঞ্জামের চালান তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন