৬০ বছরেও এমপিওভুক্ত হয় নি আড়ানী দাখিল মাদ্রাসা!

আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর তীরে বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি প্রতিষ্ঠার ৬০ বছরেও এমপিওভুক্ত হয় নি। এছাড়া আরেকটি মহিলা কলেজ ২১ বছরেও এমপিওভূক্ত না হওয়ায় শিক্ষক কর্মচারী হতাশা হয়ে পড়েছেন।

আড়ানী মহিলা ডিগ্রী কলেজের ডিগ্রী শাখার ১৮ জন এবং আড়ানী দাখিল মাদ্রাসায় ১৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

জানা গেছে, বাঘা উপজেলার ঐতিহ্যবাহী আড়ানী হাটের দক্ষিন-পশ্চিম কোনে আড়ানী দাখিল মাদ্রাসা। এ মাদ্রাসাটি ১৯৬৪ সালের ১ জানুয়ারী বিশিষ্ট সমাজ সেবক মরহুম ভোলাই হাজী প্রতিষ্ঠা করেন। বেঁচে থাকতে তিনি নিজের অর্থ দিয়েই শিক্ষকদের বেতন দিতেন। তার মৃত্যুর পর মাদ্রাসাটির কেউ আর নজর দেয়নি। পরবর্তীতে আলহাজ্ব মরহুম মুজিবর রহমান, আলহাজ্ব আব্দুল আজিজ প্রাং এবং মরহুম মাওঃ আব্দুল মাজেদের নেতৃত্বে ১৯৯৮ সালে মাদ্রাসাটি দাখিলে উন্নতি করা হয়। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় আড়াই শতাধিক ছাত্র-ছাত্রী লেখা-পড়া করছে। ১৫ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছে। ২০০০ সালের ১ জানুয়ারী পাঠ দানের অনুমতি পায়। ২০০৪ সালের ১ জানুয়ারী একাডেমিক স্বীকৃতি লাভ করে।

আড়ানী দাকিল মাদ্রাসার সহকারী মাওলানা শিক্ষক মকবুল হোসেন ২৩ বছর ও হারুন-অর-রশিদ ৩০ বছর যাবত বেতন ভাতাদি ছাড়াই চাকুরী করে অবসরে যান। এর কিছুদিন পর বেতন ছাড়াই তারা ইন্তেকাল করেছেন।

এ মাদ্রাসার সিনিয়র আরেক শিক্ষক মাওলানা তোফাজ্জল হোসেন বলেন, এমপিও হবে, বেতন ভাতাদি পাব এই আশায় চাকুরি করে যাচ্ছি। এপিওভূক্ত না হওয়ায় বেতন ছাড়াই চাকরি করছি। কথাগুলো বলতে বলতে বুধবার সন্ধ্যায় তার দু’চোখের জল টলমল করছিল।

অফিস পিয়ন মামুন আলী বলেন, মাদ্রাসা থেকে কোন টাকা পায় না। ছুটির দিনে ও মাদ্রাসা শেষে চুক্তিভিত্তিক কাজ করি। এ কাজ করে কোন হালে দিন পার করি।

সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা রাকিবুল হাসান বলেন, মাদ্রাসা বোর্ডের সকল শর্ত পূরণ করেও মাদ্রাসাটি এমপিওভূক্ত হয় নি। আমরা শিক্ষক-কর্মচারীরা হতাশ হয়ে পড়েছি।

এদিকে, আড়ানী এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজের ডিগ্রী শাখার দর্শন বিভাগের প্রভাষক রিপন আহম্মেদ বলেন, ১৯৯৫ সালে কলেজের যাত্রা শুরু হয়। ১৯৯৯ সালে এই কলেজটি উচ্চ মাধ্যমিক শাখা এমপিওভূক্ত হয়। ডিগ্রী শাখায় ১৮ জন শিক্ষক-কর্মচারী ২০০৩ সালে নিয়োগ দেয়া হয়। ২১ বছর ধরে কোনো বেতন ছাড়াই চাকরি করছি। বেতন ছাড়া ছেলে-মেয়েদের নিয়ে কতো বেদনার মধ্যে আছি তা আমিই বুঝতে পারছি।

আড়ানী এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাবাজ আলী বলেন, কলেজের সকল সর্ত অনেক আগেই পূরণ করেছে। এরপরও কেন এমপিওভূক্ত হচ্ছে তা জানা নেই। তবে এ কলেজের উচ্চ মাধ্যমিক শাখা এমপিওভূক্ত আছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ