সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কিশোর ফুটবল একাডেমির ৬৫ জন ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের মাঝে বুট প্রদান করেছেন একাডেমির প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার (২২মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন জাহানারা জামান মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের মাঝে বুট বিতরণ করেন রাসিক মেয়র। এ সময় রাজশাহী কিশোর ফুটবল একাডেমির সভাপতি সাবেক ফুটবলার আরমান পারভেজ ধুলু, সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম জেট, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।