৬৬ ফুট উঁচু থেকে পড়েও বেঁচে গেলো

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১০:১৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় ৬৬ ফুট উঁচু থেকে পড়ে গিয়েও বেঁচে গেল ২৫ বছর বয়সি এক যুবক। পুলিশের বরাতে জানা যায় সিডনিতে পারিবারিক সম্পত্তিতে ঘুরাঘুরি করছিলেন সে যুবকটি। তারপর উঁচু একটি জায়গা থেকে প্রায় ২০ মিটার বা ৬৬ ফুট নিচে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করার জন্য পুলিশের ৫ ঘণ্টার একটি উদ্ধার অভিযান চালাতে হয়েছে। গভীর জঙ্গল বিশিষ্ট এলাকা হওয়াতে পুলিশের বেশ কষ্ট হয়েছে বলে জানা যায়।
তবে উদ্ধার অভিযান সফল হয়েছে। কাঁধে ও বুকে ব্যথা ছাড়া তেমন বড় কোন ক্ষতি হয়নি যুবকটির। হাসপাতালে বর্তমানে স্বাভাবিক অবস্থায় আছেন বলে জানানো হয়।
সিডনীর পুলিশ সার্জেন্ট পিটার ম্যাকমহ এটাকে একটি বিস্ময়কর ঘটনা হিসেবে দেখেন। ছেলেটি যে বেঁচেবর্তে আছে এটাই অবাক করার বিষয়।