৬৯ থেকে ২৪! কমল মুসলিম বিধায়ক

আপডেট: মার্চ ১৩, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



বছর পাঁচেক আগেও মুসলিম বিধায়কের সংখ্যা ছিল ৬৯। এক ধাক্কায় তা নেমে দাঁড়াল ২৪ এ। এমনই পরিসংখ্যান উঠে আসছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে।
রাজ্যে মোট জনসংখ্যার ১৯ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। এই সংখ্যালঘু ভোট এতদিন যেত মূলত সমাজবাদী পার্টি, বিএসপি ও কংগ্রেসের দিকে। এবার ৪০৩ আসনের কোথাও সংখ্যালঘু প্রার্থী দেয়নি বিজেপি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মেরুকরণের রাস্তাতেই হাঁটতে চেয়েছিল বিজেপি। মুসলিম ভোট যখন ভাগ হয়েছে, তেমনি হিন্দু ভোটের বড় অংশ এসেছে বিজেপির ঝুলিতে। রাজ্যের পশ্চিমপ্রান্তের তেরাই, রেহিলখ- এলাকায় সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি। সেইসব এলাকাতেও বিজেপি–র সাফল্য এসেছে। সংখ্যালঘু ভোটও বিজেপি–র দিকে এসেছে, এমন দাবি করা হয়েছে বিজেপি শিবির থেকে। সংখ্যালঘু বেশ কিছু কর্মীকে বিজেপির উৎসবে সামিল হতেও দেখা গিয়েছে। যদিও বিরোধীদের ব্যাখ্যা, ‘কিছু সংখ্যালঘু ভোট বিজেপি–র দিকে গিয়েছে ঠিকই, কিন্তু বেশিরভাগ ভোটই তাদের বিরুদ্ধেই রায় দিয়েছে। ভোট ভাগ হয়ে যাওয়াতেই বিজেপির সাফল্য এসেছে। বিজেপি মুসলিমদের সম্পর্কে কী মনোভাব পোষণ করে, তা ওদের প্রার্থীতালিকা থেকেই পরিষ্কার। ৪০৩ প্রার্থীর মধ্যে তাঁরা একজন মুসলিম প্রার্থী খুঁজে পেলেন না?’  – আজকাল

এ বিভাগের অন্যান্য সংবাদ