সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
আগামী ৬ এবং ৭ এপ্রিল ২০১৭ জাতীয় ক্রীড়া দিবসে ‘ক্রীড়া সম্মেলন ২০১৭’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রীড়া দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজনে সফল করার জন্য প্রস্তুতি কমিটির এক আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম। আয়োজন সম্পর্কিত বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) অশোক কুমার বিশ্বাস। ক্রীড়া সম্মেলন সফল করা জন্য সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফকরুদ্দিন হায়দার, ক্রীড়াসংগঠক আশিকুর রহমান মিকু, বাদল রায়, আসাদুজ্জামান কোহিনুর, তাবিউর রহমান পালোয়ান, ফজলুর রহমান বাবুল, মুশফিকুর রহমান মোহন, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, বিএম সাইফ, আবু নাঈম সোহাগ, হাজী মো. খোরশেদ আলমসহ অন্যান্যরা।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম বলেন, আগামী ৬ এবং ৭ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সম্মুখস্থ শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে ক্রীড়া দিবস এবং জাতীয় ক্রীড়া সম্মেলন অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সারা দেশ থেকে প্রায় ২ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। আয়োজনকে সফল করার জন্য প্রায় ১৬টি সাব-কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি আয়োজনকে জমকালো করতে নানামুখী কর্মসূচির প্রস্তাব করা হয়।