৬ টি আসনেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা II নগরে চমক সৃষ্টি করেছে ‘কাঁচি’

আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহী ৬ টি আসনের প্রার্থীরা। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রচারণা। জমে উঠছে নির্বাচনী পরিবেশ। আর নগরীতে মহানগর আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা ও রাসিক কাউন্সিলরসহ নানা শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থনে চমক সৃষ্টি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

জনবিচ্ছিন্ন নেতৃত্ব হটিয়ে জনগনের নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে রাজশাহী-২ আসনের পাড়া-মহল্লায় স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার ‘কাঁচি’ প্রতীককে বিজয়ী করতে গণসংযোগ ও প্রচারণা চালানো হচ্ছে। নেতা-কর্মীদের পাশাপাশি নিয়মিত প্রচারণা চালাচ্ছেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এরই অংশ হিসেবে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নগরীর বিনোদপুর, মির্জাপুর, কাজলাসহ ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এছাড়া রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, এবারের নির্বাচনের জাতীয় ও আন্তজার্তিক পেক্ষাপট ভিন্ন। যার যার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে জয়ী হতে হবে। আওয়ামী লীগের জোটের একটি দল রাজশাহীতে আওয়ামী লীগের অনেক ক্ষতি করেছে। ভোট নেয়ার সময় নিজেকে আওয়ামী লীগের নেতার মতো করে নিজেকে উপস্থাপন করে। কিন্তু কোন দিনও মুখে ‘জয় বাংলা’ শব্দটা শুনালাম না।

জনসম্পৃক্ততা দেখলাম না। এই অবস্থার উত্তোরণ স্বাধীনতার স্বপক্ষের মানুষ চাই। আর একারণেই কাঁচি প্রতীকে সমর্থন দিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছে। এতে সর্বত্রই এখন কাঁচি প্রতীকের জোয়ার।

গণসংযোগে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তাদির রহমান রুহি, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. তুহিন, বিনোদপুর বাজার সমিতির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন শামীম, মামুন , বুলবুল আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন রাসিকের কাউন্সিলরবৃন্দ।

দুপুরে নগরীর নিউ মার্কেটসহ আশেপাশে এলাকায় গণসংযোগ করেন কাউন্সিলররা। এসময় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার কাঁচি প্রতীকে ভোট চান তারা।

গণসংযোগে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত-১ এর কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর কিনু,১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুস সোবহান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী শাহু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরমান আলী, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ-আল-মাহামুদ লুকেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকতারুজ্জামান, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান (বাচ্চু), ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহের হোসেন, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ শিউলি, সেবুন নেসা, আলতাফুন নেছা, মমতাজ মহল, সুলতানা আহমেদ সাগরিকা, নাদিরা বেগম, মোসাঃ ফেরদৌসি।

এদিকে, রাজশাহী মহানগরীর সাবেক ছাত্রনেতা ও অঙ্গসংগঠনের সমন্বয়ে কাচি প্রতীকের সমর্থনে ৭নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা মিছিল করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রমজান আলী জনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা প্রভাত রায় মনা, বিশিষ্ট সমাজসেবক সোহেল রানা ডলার, সেরাজুল ইসলাম সেরাজ, অনিল রায়, হামিদুল প্রমুখ।

বিকালে শহরের উপশহর নিউ মার্কেটে প্রচারণা চালিয়েছেন ফজলে হোসেন বাদশা। এসময় তিনি নানা প্রতিশ্রুতিতে নৌকায় ভোট চান।
মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয় মাঠে নৌকা প্রতিকের প্রার্থী আসাদুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কেশরহাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় শাহেদুজ্জামানের সভাপতিত্বে নৌকা প্রতিকের প্রার্থী আসাদুজ্জামান আসাদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। কেশরহাট পৗর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টারের অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির কেশরহাট শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ