সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
লিভ-ইন পার্টনারের হাতে খুন এক অধ্যাপিকা। তাঁকে খুন করে গোটা বাড়িই জ্বালিয়ে দেয় প্রেমিক। পুলিশের অনুমান, খুনের ঘটনাটি ধামাচাপা দিতেই অগ্নিকাণ্ড ঘটিয়েছে অধ্যাপিকার লিভ-ইন পার্টনার। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপাতে। পুলিশ জানিয়েছে, হরিয়ানার একটি কলেজের অধ্যাপিকা ছিলেন সরিতা। ছ’বছর আগে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে উপকার নামের যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে জড়ান তিনি।
উপকার সরিতার ছোটবেলার প্রেমিক ছিল। কিন্তু প্রেমের সম্পর্ক পরিণতি পায়নি। সরিতা স্বামীকে ডিভোর্স দিলেও, উপকার স্ত্রীর সঙ্গেই থাকত। গত ছ’বছর ধরে সরিতার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিল সে। দু’জনেই স্বামী-স্ত্রীর মতোই থাকতেন। তবে গত কয়েক মাসে সম্পর্ক ঘিরে নানা ঝামেলা শুরু হয়।
সরিতার ভাই জানিয়েছেন, খুনের ঘটনার দিন কয়েক আগেই ফোন করে তিনি জানিয়েছিলেন, উপকার টাকার জন্য অশান্তি করছে। টাকা না দেওয়ায় হুমকিও দিয়েছে। ঘটনার দিন ভাইকে একবার ফোন করে জানিয়েছিলেন, তাঁকে খুনের চেষ্টা করছে উপকার।
এরপর আর সরিতার কোনও সাড়া পাওয়া যায়নি। ঘণ্টা খানেক পরেই জানা যায়, সরিতার গোটা বাড়িতে আগুন জ্বলছে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সরিতার।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রিপোর্টে দেখা যায়, অগ্নিদগ্ধ হওয়ার আগে সরিতার শরীর জুড়ে আঘাতের চিহ্ন ছিল। তাঁকে প্রথমে কুপিয়ে খুন করা হয়েছে, এরপর আগুনে পুড়িয়ে দেওয়া হয় দেহটি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন