৬ হাজার টেস্ট রান করা প্রথম বাংলাদেশি মুশফিক

আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


নামের পাশে ৫৯৬১ রান নিয়ে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিলেন মুশফিকুর রহিম। অন্য ব্যাটারদের মতো তিনিও প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন। মাত্র ১১ রান করেন। তবে দ্বিতীয় ইনিংসে দলের বিপদে হাল ধরেছেন। ৩৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করার পথে অনন্য এক মাইলফলকে নাম লেখান ডানহাতি ব্যাটার।

২৬তম ওভারে ডেন পিয়েটের বলে পয়েন্ট দিয়ে চার মারেন মুশফিক। মাইলফলক ছুঁতে ২৮ রান লাগতো। ওই বাউন্ডারিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রান অতিক্রম করেন তিনি।

সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৯৩ ম্যাচ খেলছেন মুশফিক। দ্বিতীয় দিন নাজমুল হোসেন শান্ত ২৪ রানে ফেরার পর ক্রিজে নামেন তিনি। তারপর সিঙ্গেল ও ডাবলসে বাংলাদেশের হাল ধরেন। সুযোগ বুঝে চারও মেরেছেন। ২৬ বল খেলেছেন তিনি, নামের পাশে তার রান বেড়ে দাঁড়িয়েছে ৬০০৩। সব মিলিয়ে ৭৪তম ব্যাটার হিসেবে এই মাইলফলকে মুশফিক।

মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক। দল করেছে ৩ উইকেটে ১০১ রান। এখনও ১০১ রান পেছনে স্বাগতিকরা।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version