৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা চিনের

আপডেট: মার্চ ৬, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



চলতি অর্থবছরে চিন প্রবৃদ্ধির টার্গেট ঠিক করেছে ৬.৫ শতাংশ। গত বছর সেটা ছিল ৭ শতাংশ। দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই টার্গেটটি ঘোষণা দেয়। দেশটির রাবার স্ট্যাম্প পার্লামেন্ট হিসেবে খ্যাত ন্যাশনাল পিপলস্ কংগ্রেসে (এনপিসি) বক্তৃতাকালে এ ঘোষণাটি আসে। দেশটির রাজধানী বেইজিংয়ে বার্ষিক সেশনে বসেছে এনপিসির সদস্যরা। প্রায় তিন হাজার আইনপ্রণেতা এই বার্ষিক সেশনে জমায়েত হয়।
উল্লেখ্য গত ২৬ বছরের মধ্যে প্রবৃদ্ধির হার সবচেয়ে কম ছিল ২০১৬ সালে। এ বছর ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি টার্গেট নিয়েছে চিন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে চিনের জন্য উচ্চ প্রবৃদ্ধি অর্জন কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের আগমন চিনের অর্থনীতিতে একটা বড় ধাক্কা। চিনা প্রধানমন্ত্রীর বক্তৃতায়ও এ বিষয়টি উঠে আসে। আগামীর রক্ষণশীল বিশ্ববাজারে চিনকে কঠিন সময় পার করতে হবে।
শুক্রবারে শুরু হওয়া বার্ষিক এ সভায় লি কেকিয়াং দেশটির অর্থনীতির রূপটি বলতে গিয়ে প্রজাপতির প্রসঙ্গ আনেন-যখন সেটা শুয়োপোকা থেকে প্রজাপতি হয়ে উড়াল দেয়। চিনা অর্থনীতি একটা মেটামরফোসিস বা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেন চিনা প্রধানমন্ত্রী। এই রূপান্তরের প্রক্রিয়াটা যেমন অনেক প্রত্যাশায় পরিপূর্ণ তেমনি সেটা অনেক কষ্টকর বলেও উল্লেখ করেন তিনি।
এ বছরের শেষের দিকে আরেকটি বড় কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। চিনা কমিউনিস্ট পার্টির সে কংগ্রেসে পার্টি প্রধান হিসেবে শি জিনপিং এর পুনর্নিবাচন হবে এবং প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় টার্ম শুরু করবেন বলে আশা করা যাচ্ছে। সূত্র: বিবিসি