বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:আগামী ৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ভাষণ দিবস পালন উপলক্ষে নগর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় রানীবাজারস্থ আওয়ামী লীগর প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এঁর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
সভার সিদ্ধান্ত সমূহ:
৭মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৯.৩০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক ডা: ফ ম আ জাহিদ, সদস্য নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, ইউনুস আলী, বাদশা শেখ, মোখলেশুর রহমান কচি, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ-সম্পাদক আকতার আলী, নগর কৃষক-লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ-সম্পাদক সাকির হোসেন বাবু, নগর ছাত্রলীগ-সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ-সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ।