মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
সাতশো বছর আগেও পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পের অস্তিত্ব ছিল। ব্রিটেনের সাউথওয়েল মিনস্টার গির্জার এক পাথরের মূর্তি ঘিরে এমনই জল্পনা সোশ্যাল মিডিয়ায়। সাউথওয়েল মিনস্টার গির্জায় প্রবেশের মুখেই বেশ কিছু পাথরের মূর্তি রাখা আছে। নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর সেখানে বেড়াতে গিয়েছিলেন ব্রিটিশ লেখিকা এবং বিবিসি রেডিওর সঞ্চালিকা সমীরা আহমেদ। বিতর্কিত মন্তব্য করে ততদিনে লোকমুখে ট্রাম্পের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। গির্জায় ঢোকার মুখেই ৭০০ বছর পুরনো একটি মূর্তির দিকে নজর পড়ে সমীরার। ট্রাম্পের চেহারার সঙ্গে সেটির অবিকল মিল খুঁজে পান তিনি। চুলে আঁচড়ানোর কায়দাও বিলকুল এক। ব্যস দেরি করেননি সমীরা। বাড়ি ফিরেই টুইটারে মূর্তিটির একটি ছবি পোস্ট করে দেন। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প। তাই সাউথওয়েল গির্জায় নাকি ভিড় উপচে পড়ছে। নতুন মার্কিন প্রেসিডেন্টের এক ঝলক পেতে লম্বা লাইনে দাঁড়াতেও আপত্তি নেই কারও। কসুর করছেন না কেউ। গির্জা সূত্রে খবর, পাথরে খোদাই করা ওই মূর্তিটি রাজার ২৮০জন মন্ত্রী–আমলার একজন। চতুর্দশ শতাব্দীতে গির্জায় স্থাপন করা হয় সেটি। পরে ঊনবিংশ শতাব্দিতে মেরামত করা হয়।- আজকাল