সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ঐতিহাসিক ৭ মার্চে তৃতীয়বারের মতো রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।
আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও এর সহযোগী সংস্থা ইয়াং বাংলা এই কনসার্টের আয়োজন করছে।
৭ মার্চ দুপুর ২টায় সাধারণের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের ফটক। বিকাল সাড়ে ৪টার দিকে কনসার্ট শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানসহ বিভিন্ন গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজ, চিরকুট, লালন, আরবোভাইরাস, ক্রিপটিক ফেইট, নেমেসিস, শিরোনামহীন ও শূন্য।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হবে সঙ্গীতের এই আয়োজন; দেখানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের রঙিন সংস্করণ, যেটা প্রথম দেখানো হয় গত বছরের আসরে।
২০১৫ সালে শুরু হওয়া এই কনসার্ট এবারও ৩০ হাজার মানুষ সরাসরি দেখতে পারবেন বিনামূল্যে। এর জন্য অনলাইনে নিবন্ধন করে টিকেট সংগ্রহ করতে হবে। গত ২৭ ফেব্রুয়ারি অনলাইনে এই নিবন্ধন শুরু হয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে ৬টা নাগাদ ঃরপশবঃ.ুড়ঁহমনধহমষধ.ড়ৎমড়ৎম ওয়েবসাইটে গিয়ে এই নিবন্ধন ও টিকেট সংগ্রহ করা যাবে।
তারুণ্যের এই আয়োজনে আনন্দের সংযুক্তি হিসাবে থাকছে ‘বিশ্বাস’, ‘অহঙ্কার’, ‘সাহস’, ‘অনুপ্রেরণা’-শিরোনামের চারটি অডিও ভিজ্যুয়াল। ৭ মার্চের ভাষণ থেকে বিভিন্ন অংশ নিয়ে এই এগুলো সাজানো হয়েছে।
সিআরআই’র নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, “একাত্তরের ৭ মার্চের ভাষণের চেতনায় তরুণদের উদ্দীপ্ত করতেই এই আয়োজন। এছাড়া ভিশন-২০২১ এ তরুণদের সম্পৃক্ত করাও এর লক্ষ্য।”
এই আয়োজনের মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। কয়েকটি টেলিভিশন চ্যানেলও কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে।- বিডিনিউজ